বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

One for Sorrow

পার্কে গিয়েছিলাম হাটতে। গেটের পাশে নেরি কুকুরটা শুয়ে নেই। গাছ গাছালিগুলো  চৌচির করছে।ওয়াকওয়ে ধরে হাটছিলাম।রাস্তার ওপাশে বৃদ্ধ ভিকারীটাও আজ দাড়িয়ে নেই।একজন মৃত মানুষকে স্বপ্ন দেখে আজ ঘুম ভেঙ্গে যায়।মনটা বিষাদে তাই জড়িেয় আছে।পাশের স্কুলে একবার মাত্র ঘন্টা বেজে উঠলো। সন্ত্রস্ত হয়ে একটি গিরগিটি ঝোপে লুকালো। ছাতিমের ডালে একাকী বসে আছে একটি শালিক। 'One for Sorrow' এই কথাটি বলেছিলো  অনেক বছর আগে একটি মেয়ে।সে আজ আর নেই। ঝরা পাতা ঝরছিলো পার্কে।আরো মানুষ হাটছে।কোথাও কোনো শূণ্যতা নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন