বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

অবগাহনের সময়

আমরা হাত ধরে নেমে যাই ধূ ধূ মাঠে, প্রান্তরে
সেখানে তখন আদিগন্ত শূন্যতার বুকে
জ্যোৎস্নার প্লাবন নামে মধ্যরাতে।
অসংলগ্ন শরীরময় লতগুল্ম ঝিঝি পোকারা জড়িয়ে ধরে
ঘর হয়ে যায় নির্ঘর,তখন নদীও যেন সামনে চলে আসে
অবগাহনের সময় ঘরে ফেরার কথা আমরা ভুলে যাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন