শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

স্বর্ণালী সন্ধ্যার গান

সন্ধ্যা নদীর পারে সে বারের নভেম্বরটা ছিল সত্যিই অন্যরকম। তাজুল,মোতাহার তোমাদের কি মনে পড়ে? সন্ধ্যা নদীতে সন্ধ্যা বেলায় নৌকা নিয়ে ঘুড়ে বেড়ানোর সেই মনোরম এক সন্ধ্যার কথা? সন্ধ্যা নদীতে সেদিন ছিলো ভিন্ন আভা, ভিন্ন দীপ্তি ! আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম দু'পারের মানুষ।কতো নৌকা চলছিলো,কতো পাখি আকাশে উড়ছিলো।কতো মাঝি গেয়েছিলো গান।রক্তিম আভার মৌনতায় সন্ধ্যা নেমে এসেছিলো সন্ধ্যা নদীতে। আমরা সন্ধার সেই স্বর্গীয় আস্বাদনে গেয়েছিলাম 'হসপিটাল' ছবিতে গাওয়া গীতা দত্তের সেই কালজয়ী গান -
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু।
. .......বাতাসের কথা সে তো কথা নয় ,
রূপ কথা ঝরে তার বাঁশিতে
আমাদেরও মুখে কোন কথা নেই,....
কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। ......
( সুরকারঃ অমল মুখার্জী
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
বছরঃ ১৯৬০ )
ফটো: সন্ধ্যা নদী, বানরীপাড়া,বরিশাল।

                                                

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন