বুধবার, ১০ আগস্ট, ২০১৬

ডঃহুমায়ুন আজাদ

ডঃ হুমায়ুন আজাদ ছিলেন আমার সরাসরি শিক্ষক । তিনি ছিলেন একাধারে একজন ভাষাবিদ,সমালোচক ও কলামিষ্ট। কবিতা ,গল্প ও উপন্যাসও,লিখতেন । হুমায়ুন আজাদ ছিলেন একজন প্রথাবিরোধী ও বহুমাত্রিক মননশীল লেখক।
আজ তা্ঁর দ্বাদশ মৃত্যু বার্ষিকী। ২০০৪ সালে তা্ঁর ‘পাক সার জমিন সাদ বাদ’ গ্রন্থটি প্রকাশিত হলে দেশের মৌলবাদী গোষ্ঠির রোষানলে পড়েন। ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসায় যাওয়ার পথে ঘাতকদের আক্রমণের শিকার হন। বিদেশে নিবিড় চিকিৎসার মাধ্যমে তিনি কিছুটা সুস্থ হলেও ঐ বছরে ১১ আগস্ট রাতে জার্মানিতে নিজের ফ্ল্যাটে মৃত্যুর কোলে ঢলে পড়েন ।
তা্ঁর লেখা একটি কবিতা থেকে আবৃতি করে এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি--
"যখন আমরা বসি মুখোমুখি, আমাদের দশটি আঙুল হৃৎপিন্ডের মতো কাঁপতে থাকে
দশটি আঙুলে, আমাদের ঠোঁটের গোলাপ ভিজে ওঠে আরক্ত শিশিরে
যখন আমরা আশ্চর্য আগুনে জ্বলি, যখন আমরাই আমাদের স্বাধীন স্বদেশ
তখন ভুলেও কখনো আমাকে তুমি বাংলাদেশের কথা জিজ্ঞেস কোরো না
আমি তা মুহূর্তও সহ্য করতে পারি না – তার অনেক কারণ রয়েছে
তোমাকে মিনতি করি কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা তুলে কষ্ট দিয়ো না।

জানতে চেয়ো না তুমি নষ্ট ভ্রষ্ট ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কথা।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন