সোমবার, ৮ আগস্ট, ২০১৬

চর্যাপদের হরিণী

চর্যাপদের হরিণী !সেই সবরীকে কি তোমরা ভুলে গেছো ?
ডঃ লুৎফর রহমান স্যার রস গুরুগম্ভীর উচ্চারণে পড়াতেন---
উঁচা উঁচা পাবত তঁহিঁ বসই সবরী বালী । মোরঙ্গি পীচ্ছ পরহিণ সবরী গিবত গুঞ্জরী মালী ।।  উমত সবরো পাগল শবরো মা কর গুলী গুহাডা । তোহৌরি ণিঅ ঘরিণী ণামে সহজ সুন্দারী ।।  ণাণা তরুবর মৌলিল রে লাগেলী ডালী । একেলী সবরী এ বণ হিন্ডই কর্ণ কুন্ডল বজ্রধারী ।

অর্থাৎ- উঁচু পর্বতে শবরী বালিকা বাস করে। তার মাথায় ময়ূরপুচ্ছ, গলায় গুঞ্জামালিকা। নানা তরু মুকুলিত হলো। তাদের শাখা-প্রশাখা আকাশে বিস্তৃত হলো। শবর-শবরীর প্রেমে পাগল হলো। কামনার রঙে তাদের হৃদয় রঙিন ও উদ্দাম। শয্যা পাতা হলো। শবর-শবরী প্রেমাবেশে রাত্রিযাপন করলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন