সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

জোৎস্না ঝরা বকুল তলায়

এই যে আমরা দু'জন দুই যুগের বেশী সময় ধরে দুজনের হয়ে আছি।
কতো পথ একসাথে হেটেছি, কতো বসন্ত পূর্ণিমা কেটে গেছে এই জোৎস্না ঝরা বকুল তলায়।
কতো ভালোবাসা কতো গান সুর হয়ে ভেসে গেছে
আমাদের ভালোবাসা ছড়িয়ে গেছে পৃথিবীর পথে প্রান্তরে।
দুজনের মায়ায় বেধে্ঁছি আমাদের ঘর, হয়েছে সংসার । এসেছে সন্তানেরা ।
মায়ার বা্ঁধন আরো বেড়ে গেছে।
মাঝে মাঝে ভাবি, এই পৃথিবী থেকে,এই মায়ার সংসার থেকে কে আগে চলে যাবে ?
যেই যাক না কেন আগে, যিনি থাকবেন - তার সময়গুলো কাটবে কি ভাবে ?
অসীম শূণ্যতায় বা্ঁচবেই বা সে কতোদিন ? কিংবা বা্ঁচতে পারবে তো সে ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন