বুধবার, ১০ আগস্ট, ২০১৬

মা এসেছিলেন

স্বপ্নে নয় জাগরনেও নয়, ঘুমে নয় তন্দ্রাচ্ছন্নেও নয়,আমি দেখলাম মা আসলেন,
বসলেন পুরানো হাতলহীন কাঠের সেই চেয়ারটায়।যেখানে বসতেন আমার বাবা।
বললেন,ভোরবেলায় কোরান শরীফ পড়ার সুর শুনতে পাইনা তোমার,
 তোমাকে না ইদ্রিস মৌলানার কাছে কোরান শরীফ পড়া শিখিয়েছিলাম,ভুলে গেছো কি সব ?
বৌমাকে তো আমিই পছন্দ করে এনেছিলাম, তাকে কি কোনো কষ্ট দিয়ে কা্ঁদাও তুমি?
কেমন আছে আমার মুমু,পরমা আর ছোট্ট ঐশ্বর্যময়ী,!

চোখ মেলতেই দেখলাম- মা দূর আকাশে শুভ্র মেঘের নীচে ভেসে ভেসে চলে গেলেন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন