মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

পত্রহীন অরণ্যে বৃষ্টির গান

'পত্রহীন অরণ্যে বৃষ্টির গান' বন্ধু চাষী সিরাজের কবিতার বই। কবিতা নয়তো যেন ছোট ছোট প্রেম ছোট ছোট অনুভতিতে গা্ঁথা মুহূর্তিক পংতিমালা।ছন্দপ্রেমী, অক্ষরপ্রেমী এক শব্দশ্রমিকের হৃদয়ের আকুতি সুগভীর বোধ উঠে এসেছে পংতিতে পংতিতে। কোথাও যেন সুমধুর বিচ্ছেদের করুণ বাঁশির সুর,আবার কোথাও অভিমান ছড়িয়ে ছিটিয়ে আছে চরনে চরনে। চাষী সিরাজের কবিতা একের পর এক শব্দের কাঠামো বোধের রোদ জ্বেলে আলোকিত করে গেছে মননের চারপাশ, ছোট ছোট ভাবনা বিন্যাসে, উপলব্ধিতে, স্মৃতিতে কিম্বা প্রীতিতে।
"থৈ থৈ টইটু্ুম্বুর ভালোবাসায়
ফুলের ইঙ্গিতে
চা্ঁদ খুলে দিয়েছে জোসনারাত
এসো কাশ্ঁবনে
বদ্বুদ হয়ে ডুবে যাই
তুলে আনি নীলকণ্ঠ বিষ।"

"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন