রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

অচ্যূত কোমলগান্ধার

সে এক স্বপ্নের সময়। বিশ্ববিদ্যালয়ের হলে থাকি। ১৯৭৯ সাল। শেরেবাংলা নগরে যাত্রার আসর বসতো। প্রিন্সেস লাকী খান নাচতো সেখানে। তাকে ঘিরে তারুণ্যের মধ্যে সে কি উম্মদনা ! শীতের রাতে মাথায় চাদর মুড়ি দিয়ে আমরা হল থেকে সেখানে যেতাম। সামনের সারিতে বসতাম। সেই বসে থাকার মধ্যে কত কী যে ভাবনা ! তখনতো বয়স কোথাও হারিয়ে যাওয়ার ।যাত্রা পালা শুরু হতো। বিবেক আসতো ,গান শরু হতো। কিন্তু কে শোনে কার গান !চীৎকার,হৈহুল্লর। তখন কোমর দুলে প্রিন্সেস লাকী খান মঞ্চে আসতো।অসম্ভব সুন্দরী দেহ বল্লরী তার। তবলায় ঢাকের বাড়ি,হারমোনিামে কড়া সুর।লাকী খান ঘাগরা তুলে বেলি ড্যান্সের মতো নাচতে থাকতো। গানের তালে ঢেউ উঠতো শরীরে—'হাওয়ামে উড়তা যায়ে মেরা লাল দোপাট্টা মল মল ।'ওড়না উড়ে চলে যেতো ! স্বল্পবসন,নাভিূমূলে তার অচ্যূত কোমলগান্ধার। স্বপ্নের ঘোরে উদ্বাস্ত হয় ভোগ বৈরাগ্য । তারপর পালা শেষ হলে আমরা হলে ফিরে আসতাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন