শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

এই শহর আমার জন্য নয়


এই শহর আমার জন্য নয় পার্কের পাশে লাইটপোস্টের নীচে স্ট্রীট বেশ্যারা উন্মাতাল -
চারপাশে দেখে তারা কিছু অধিক চর্বিওয়ালা লোকের চাহুনি
আর অসংখ্য মদ পিপাসু মানুষ - আমি তখনো সঙ্গীবিহীন
প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হেঁটে যাই
এক উদ্বাস্তু উদাসীনতার রাজপথে ধরে।
এই শহর আমার জন্য নয়
লাল আলোর জানালার ধারে মায়াবী চোখ দেখি, সিগারেট হাতে
মৃদু সংগীত আর চোলীর মাঝখানে লুকানো ক্লান্তি
সেইসব রমনীর দিকে আমি ফিরে তাকাতে চাইনা
সেখানে রাত গভীর হতে থাকে পাপের গভীরে।
এই শহর আমার জন্য নয়
এখানে সেই ইছামতির স্নিগ্ধ সচ্ছ জল নেই
প্রথম স্বাদ প্রাপ্তির জলপথ দিয়ে ঘুরতে থাকি অবিরাম বৃত্তাকারে
সিগারেটের ধূঁয়ায় সেই মায়াবী চোখ খু্ঁজি
যার আ্ঁচল তলে মুখ ঢাকতে চাই পূণ্যতার জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন