বুধবার, ১৫ জুন, ২০১৬

বাঁধ ভাঙ্গা জোৎস্না রাতে

কোন একদিন বাঁধ ভাঙ্গা জোৎস্নার আলোর রাতে ঘর থেকে একাকী বেরিয়ে পরবো, জোৎস্নার
দিক মুখ করে হাটতে হাটতে দূরে কোথাও নিরুদ্দেশ হয়ে যাবো। প্রিয় মানুসগুলো জানতে পারবেনা আমি কোথায় আছি।

বুধবার, ৮ জুন, ২০১৬

সেই সুর,সেই বানি

ছোটবেলাকার কথা।খুব ভোরবেলা মা'র কোরানশরীফ পড়ার শব্দ শুনে আমার ঘুম ভেঙ্গে যেতো।মা ষখন সূরা আ'রহমান এবং সূরা ইয়াসিন সুর করে পড়তো, আমি তখন কান পেতে শুনতাম সেই বানি। প্রায় পন্চাশ বছর পর, আজো মা'র সেই কোরানশরীফ পড়ার শব্দ মর্মরধ্বনির মতো কানে বাজে। আমি আজো শুনিতে পাই. "......রাব্বেকুমা তুকাজ্জিবান....."