শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

আমারি বাংলা ভাষা

আমারি বাংলা ভাষা

যে ভাষায় গ্রামের নাম রুপের বের, কুটুম, কানসোনা,  কুসুমপুর।
যে ভাষায় নদীর নাম চিত্রা, কর্ণফুলী, বংশী, রূপসা
দামোদর।
যে ভাষায় জেলার নাম লালমণিরহাট, জয়পুরহাট,
লক্ষীপুর।
যে ভাষায় ফলের নাম কামরাঙা, ডালিম, কড়মচা,
লটকন।
যে ভাষায় আমের নাম হিমসাগর, সিন্দুরি, লেংড়া,
মতিচুর।
যে ভাষায় মিষ্টির নাম পান্তোয়া, অমৃত, প্রাণহারা,
রসকদম।
যে ভাষায় পাখির নাম তিতির, মাছরাঙা, দোয়েল, 
ফিঙে, ময়ুর।
যে ভাষায় ফুলের নাম কলাবতী, কামিনী, মহুয়া,
জুঁই, টগর।
যে ভাষায় বৃক্ষের নাম নাগলিঙ্গম, অর্জুন, জারুল, 
মেহগনি।
যে ভাষায় ঘাসের নাম রাই, পটুলাকা, দূর্বা, কলমী,
কস্তরী।
যে ভাষায় তারার নাম অরুন্ধতী, স্বাতী, বিপাশা, কালকূট।
যে ভাষায় গহনার নাম ঝুমকা, নোলক, টিকলি, নথ, নুপুর।
যে ভাষায় কবির নাম সুনীল, শঙ্খ, শক্তি,জীবনানন্দ
শামসুর।
যে ভাষায় গানের নাম ভাওয়াইয়া, ভাটিয়ালি, টপ্পা, 
ঠুমরী। 
যে ভাষায় সুরের নাম ভৈরবী, মধুবন্তী, মেঘমল্লার ও
আশাবরী।
যে ভাষায় ছবির নাম ময়নামতি, হীরামতি, সুতরাং,
হারানো সুর।
যে ভাষায় বইয়ের নাম দেবযানী, একজন মায়াবতী,
অচিনপুর।
যে ভাষায় ঋতুর নাম গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, হেমন্ত 
ও বসন্ত।
যে ভাষায় প্রেমের নাম আলোমতি, দেবদাস, লাবণ্য,
রাধা কৃষ্ণ।

সে ভাষার নাম যে আমারি বাংলা ভাষা।