সোমবার, ৩০ মার্চ, ২০২০

মানুষ রবেনা

আমি সূর্যকে
ছুঁইতে পারিনি রৌদ্র আমাকে ছুঁয়েছে 
আমি চাঁদকে 
ছুঁইতে পারিনি জোছনা আমাকে ছুঁয়েছে 
আমি আকাশকে
ছুঁইতে পারিনি মেঘ আমাকে ছুঁয়েছে।

আমি তোমার 
দেহকে ছুঁবো না প্রেমকে আমি ছুঁয়েছি
তোমার ঠোঁটকে
আমি ছুঁবো না লাল শিমুল আমি ছুঁয়েছি 
তোমার চোখের 
কাজল আমার চোখের পাতাকে ছোঁয়াব না
আমার চোখের মণি 
তোমার অন্তরকে আলোকিত করেছে।

ধরো, আমি তোমাকে ছুঁবোনা আর,
কীভাবে হবে জন্ম, প্রজন্ম
নব শিশুর জন্ম চিৎকার আর হবে না 
একদিন এই পৃথিবী হবে মনুষ্যহীন --

পাখি, পতঙ্গ, ব্যাঙ, সরীসৃপ, গিরগিটি, পিঁপড়া, বন্যপ্রাণী সবই থাকবে,
থাকবে ডলফিন, গাঙচিল, হাঙর ও কচ্ছপ... 

বৃক্ষ থাকবে , সাগর, নদী, পাহাড় থাকবে , প্রোতাশ্রয়, ঝরনা থাকবে --
জ্বলবে সূর্য, আলো দিবে চাঁদ, নিভবে তারা......
কিন্তু মানুষ থাকবে না কোথাও,
মানুষ থাকবে না তাই স্বপ্ন থাকবে না।

মানুষই তো স্বপ্ন দেখে, হাঙর কচ্ছপ'রা দেখেনা.........