শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

কাঁদালে তুমি মোরে


তখন ক্যাসেট প্লেয়ারের যুগ।একটা মেয়ে আমাকে একটি গানের ক্যাসেট উপহার দিয়েছিলো।
ক্যাসেটটির এপাশ ওপাশ দুপাশেই অসীমা ভট্রাচার্যের গাওয়া একটিমাত্র গান পুণঃ পুণঃ রেকর্ড করা ছিলো।
আমি তখন মাঝে মাঝেই গানটি বাজিয়ে শুনতাম। অনেক দিন ঘরেও ছিলো ক্যাসেটটা।
 সেদিন ছিলো আমার গায়ে হলুদের দিন। গায়ে হলুদের লগ্ন শুরু হওয়ার আগেই সকালবেলায় ক্যাসেটটি ভেঙ্গে ফেলি, ফিতাগুলোও টুকরো টুকরো করে ছিড়ে ফেলি।ভাঙ্গা ক্যাসেট আর ফিতার টুকরো বাড়ীর আঙ্গিনার লতাপাতার ঝাড়ে ফেলে দিয়ে আসি।

সেই গানটি শোনা যাক---
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে--. নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে॥                                                 তোমার অভিসারে যাব অগম-পারে. চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে॥                                                   পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা--. দুখের মাধুরীতে করিল দিশাহারা.                                                         সকলই নিবে-কেড়ে, দিবে না তবু ছেড়ে--. মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন