শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

যতো দূরেই থাকি

তোমাদের সাথে আর কি কখনো দেখা হবে ? কবে দেখেছিলাম সা্ন্তা মনিকার সাগরবেলায়।
প্রশান্ত মহাসাগরের নিথর কালো জলে আর কি আসবে না  জোয়ার ?
কোথায় কোন্ দেশ,কোন্ শহরে আছো ! যতো দূরেই থাকি--                                                                                 পাহাড়,নদী,সাগর উপত্যাকা আমাদেরকে কি আড়াল করতে পারে ?

‘তারে যখন আঘাত লাগে,/ বাজে যখন সুরে-/ সবার চেয়ে বড়ো যে গান/ সে রয় বহু দূরে।’ (গীতাঞ্জলি)
“When we die, we will turn into songs, and we will hear each other and remember each other.” 
― Rob SheffieldLove Is a Mix Tape








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন