শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

রথযাত্রা

রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। এ উপলক্ষৃে মেলারও আয়োজন করা হয়।আমি যে স্কুলে পড়তাম সেটি ছিলো হিন্দু প্রধান এলকায়।রথ যাত্রা উৎসবটি আমি খুব উপভোগ করতাম।সন্ধ্যার পর কীর্তন গানের আসর বসতো। সহপাঠি পরিতোষ আমাকে নিয়ে যেতো সে আসরে।একতারা, ডুগডুগি, খমক, ঢোলক, সারিন্দা, দোতারা,খুঞ্জরী ইত্যাদি বাদ্যযন্ত্র সেখানে বাজানো হতো।আসরের মধ্যে আমিও বসে পড়তাম।সাধু ভক্তরাও আসতো সেখানে।ভক্তির গান গাইতো ভক্তরা- 'হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।' আমিও মাথা দুলাতাম বাদ্যের তালে তালে, কন্ঠ মিলিয়ে গাইতাম- "জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভূ নিত্যানন্দ জয়,
জয় অদ্বৈত্য চন্দ্র জয়, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভুর জয়।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন