মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

শহীদ কাদরী,তোমাকে শেষ অভিবাদন

 এই শহরে আজ বিউটি বোর্ডিং- র সেই মুকুটহীন রাজপুত্র এসেছে।পরনে তার সাদা কাপড় । খাটিয়ায় উপরে শুয়ে  আছে আমাদেরই চেতনার জায়গা শহীদ মিনারের পাশে। প্রাণহীন কফিনের উপর ঝরছে পুষ্প বৃষ্টি। তার নিথর শরীরে এখন আতর গোলাপ আর চন্দনের সুবাস।  আজ এখানে সমবেত হয়েছে হজারো শোকার্ত মানুষ।তুমি বলেছিলে,কোথাও কোনো ক্রন্দনধ্বনি নেই। মানুষ এখানে কা্ঁদছে। আকাশে বাতাসে কেবলই কান্নার ধ্বনি। একটুপর তোমার শবযাত্রা শুরু হবে।তোমাকে নিয়ে যাবে তুরাগ নদীর পারে।সেখানে মাটির নীচে কবরে শোয়ায়ে রেখে তোমাকে শেষ অভিবাদন জানাবে ভক্তকুল। তারপর পশ্চিম আকাশে সূর্য অস্তাচলে যাওয়ার পূর্বেই শোকা্র্ত মানুষগুলো ঘরে ফিরে আসবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন