শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

মন ভালো নেই।


আজ ফেসবুকে কি স্টাটাস লিখবো, মন ভালো নেই।                                                                                   শরতের আকাশ শুভ্র মেঘে ঢাকা,লেখা যায় এ নিয়ে দু'চার পংতিমালা
কিংবা কালরাতের স্বপ্নবুভূক্ষু সেই রমণীর কথা
যার পদধ্বনি উত্তরের বাতাসে ঘরের জানালায় এসে দোল খেয়েছিলো !
না,ঐ সবও লিখতে চাইনা। আমার স্ত্রী এখনো জেগে আছে,
অবিশ্বাস দেহেও নয়,দ্রোহেও নয়,আমিতো তারই কাছে ঋদ্ধ বিশ্বস্ত।

বরঞ্চ কবি  মহাদেব সাহার কাছে যাই -
“ বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই ,মন ভালো নেই
ফাঁকা রাস্তা শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই,
একবার ফিরেও চায় না কেউ, পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না
আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন