সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

তাহাজ্জতের নামাজ

কাল রাতে শরীরটা খারাপ ছিলো। শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি।ঘুমিয়েও পড়েছিলাম তাড়াতাড়ি।একটু আগে ঘুম ভেঙ্গেছে।ঘুম ভাঙ্গার পর খুশী লাগছে এই জন্য যে,আমি তাহলে বে্ঁচে আছি। ঘড়িতে দেখি- রাত প্রায় তিনটে বাজে । রাতের শেষ প্রহর। নিস্তব্ধ চারদিকে। বিছানা থেকে উঠে ওযু করে চার রাকাত তাহাজ্জতের নামাজ পড়ে নিলাম।নামাজ শেসে প্রার্থনা করেছি এই সুন্দর পৃথিবীতে বে্ঁচে থাকবার জন্যে।স্ত্রী সন্তানদের জন্যেও প্রার্থনা করেছি।পরলোকের বাবা মা'র জন্যও করেছি। তাহাজ্জতের নামাজ পড়লে অন্তরটা প্রশান্তি লাগে। মনটাও ভালো হয়ে যায়। আমার খুব ভালো লাগছে এখন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন