মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

হেটে গেছি সন্ধ্যাতারার দিকে

এখনো স্বপ্নে আসে আমার নদীটাকে। মেঠোপথ ধরে হেটে গেছি কতো প্রান্তরের পর প্রান্তর,                                        পথই টেনে নিয়ে গেছে যেদিকে নদী আছে । তারপর হাটতে হাটতে পাড়ে চলে যাওয়া।                                            তারপর শুনেছি এর জলতরঙ্গের গান।কতো সন্ধ্যা মগ্ন হয়েছে রাতের আধারে।                                                        সব তারা ডুবে যেতো যমুনার জলে।
নদীর পাড় ধরে আমি হেটে গেছি কতো সন্ধ্যাতারার দিকে,
নদীর ঝুমঝুম শব্দগুলো চোখের জলপতনের শব্দ হয়ে ফিরে অসতো ।

আমি আজো অলস পায়ে হাটি ধানক্ষেতের পাশ দিয়ে। হাটি আর হাটি। কোনো ক্লান্তি নেই।
মাটির সোদা গন্ধ চিনিয়ে নিয়ে যায় নদীর টানে।
তখন দখিনের  হাওয়া উতাল হয় , বেগ পায় নিঃশ্বাসের বাতাস
তখন আমার সারা অ্র্ন্তর্ময়  করুণ এক গানের সুরে কা্ঁদতে থাকে-
'যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে. সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন্‌ অচিনপুরে'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন