সোমবার, ১ আগস্ট, ২০১৬

বঙ্গবন্ধুর প্রথম মৃত্যু বার্ষিকী

১৯৭৬ সাল। তখন জিয়াউর রহমানের সামরিক শাসন চলছে। সব জায়গায় রাজনীতি নিষিদ্ধ।বঙ্গবন্ধুর নাম মুখে আনা যেতো না। সেই পাথর সময়ে বঙ্গবন্ধুর প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। আমি তখন ছাত্র ইউনিয়নের কবি জসীম উদ্দীন হল শাখার সভাপতি। ১৪ই আগস্ট রাত ১১টার দিকে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা নিতাই দা,  এবং এফ, রহমান হলের কাবুল ও খায়রল আমার রুমে এসে উপস্থিত হয়। নিতাই দা'র হাতে ছিলো একটি বড়ো আর্ট পেপার । নিতাই দা'ই মোড়ানো আর্ট পেপারটি খুলে দেখিয়েছিলো । তাতে বড়ো করে বঙ্গবন্ধুর স্কেচ করা ছবি আকা্ঁ ছিলো। ছবির নীচে লেখা : "বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম শাহাদাৎ বার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি।"-----বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আর্ট পেপারে লেখা এই পোস্টার তখন প্রতিটি হলেই বিতরণ করা হয়েছিলো। পরের দিন ১৫ই আগস্টের প্রত্যুসে সূর্য ওঠার আগেই আমি সেই পোস্টারটি নীচে হল গেটের সামনে লাগিয়ে দিয়েছিলাম।  এ ভাবেই ছাত্র ইউনিয়ন  বঙ্গবন্ধুর প্রথম মৃত্যু বার্ষিকী পালন করেছিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন