শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

নৌকা বাইছ


তখন কৈশর বয়স।বর্ষার ভরা যমুনায় নৌকা বাইছ হতো। পাড়ে জমা হতো হাজার হাজার মানুষ।চরের মানুষেরা আসতো বড়ো বড়ো রংবেরং এর নৌকা সাজিয়ে।ঢাক ঢোল বাদ্য বাজনা বাজতো নৌকা নৌকায় । কোনো কোনো নৌকায় থাকতো  একজন সং। উদ্ভট সাজে সে নাচতো আর গান গাাইতো। তা দেখে আমরা ছোটোরা যমুনার পাড়ে নাচতাম আর ছুটোছুটি করতাম।কি আনন্দই না করতাম আকাশে বাতাসে ! সে সবই আজ নস্টালজিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন