বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

আমারে তুমি অশেষ করেছ

দিনের বেলায় ঘরের সব দরজা জানালা বন্ধ করে অন্ধকার বানিয়ে একাকী শুয়ে থাকতে ইচ্ছা করে। কোনো আলো যেনো চোখে না লাগে।কোনো কোলাহল যেনো শুনিতে না পাই, নৈঃশব্দের মধ্যে কাটুক আমার সময়। জীবন যখন শুকায়ে যায় তখন কি এই ইচ্ছাগুলো হয় ! কেন যে সংসারে থাকি ! জগতের সব আনন্দ কেন জানি করুণ ধারায় কা্ঁদে। তারপরেও নিস্তব্ধ এই অন্ধকার থেকে বা্ঁধ ভাঙ্গা আলোয় বেরিয়ে যেতে মন চায়। কেউ একজন আমার জন্য সন্ধ্যা বাতি জ্বালিয়ে রাখে। তার জন্যেই আমার এই পৃথিবী, আমার সন্তানেরা।.সেইই আমার জীবনকে মহিমান্বিত করেছে ।
'আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব।'



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন