বুধবার, ১০ আগস্ট, ২০১৬

,মাধবীরা কেউ নেই।

এই ক্যাম্পাসে এখন আর মাধবীরা কেউ থাকে না.. নীলক্ষেতের মোড়ে আর বেলায়েত নেয়ামুলদের দাঁড়িয়ে থাকতে দেখি না । টিএসসি'র সামনে বাসের জন্য অপেক্ষায় নেই হামিদা,বীনা,পান্না'রা। সবাই চলে গেছে অন্য কোথা,অন্য ভূবনে,অন্য মানুষ হয়ে.. আমাদের সেই আকাশের তারায় নেই লুসি,চা্ঁপা. ইকবাল আর মোশারফ। নীলা চলে গেছে নীলাঞ্জনায়,শাহিন হয়ে গেছে মিলন ভাইয়ের বঊ। বাবলু,সুজন,ভবতোষদের কবে শেষ দেখেছিলাম মনে নেই। হেনা স্যার চলে গেছেন না ফেরার দেশে,  তাই পদাবলীর ক্নাশে কখনো দেখা যাবেনা মনজু,হক,তালেব,শাকিলা আর প্রভাতীকে। শরতের বিকেলে লাইব্রেরী বারান্দায় আড্ডায় নেই লিটন,নওশের, রবি আর শাহ আলমগীর। মনি,মুসা,শিশির,অশোক'রা তো অনেক দূরের স্বপ্ন হয়ে গেছে। মধুর ক্যান্টিনে চা'র কাপে আর কোনো ঝড় নেই। ক্যাম্পাস হয়ে গেছে শামসুর রাহমানের শূণ্যতায় তুমি শোকসভা'র মতো ফা্ঁকা । নির্জন রোদদুরে চো'খ মেলে দেখি মাধবীরা কেউই নেই।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন