শনিবার, ৬ আগস্ট, ২০১৬

ভোরের আলোর জন্য


রাতের নির্জনতায় অন্তরমহলের দরজাটা খুলে দিতে মন চায় , অন্তত: নিজের কাছে। তবে কি যা গেছে তা যাবারই ছিল, যা রয়ে গেছে তাই চিরন্তন!  এই তো আছে সে, তার মত করে, হৃদয় ভরে নিয়ে শিউলি আর চন্দনের গন্ধে! আর যা যেভাবেই থাক তার কিছু এসে যায় না!  একঝাঁক তারা টিমটিম করে জ্বলছে, আগে কেন চোখে পড়েনি! তারাদের আলোতে অন্ধকার টা কেটে আসে। এখন শুধু অপেক্ষা, এই মনখারাপের রাত শেষ হওয়ার অপেক্ষা। সে নিজেকে তৈরী করতে থাকে ভোরের আলোর জন্য!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন