বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

নীলিমার নীল

  শ্রাবন বর্ষার আজ শেষ দিন।বৃষ্টি কি আর ঝরবেনা !  সব কদম ফুলগুলো কি ঝরে যাবে কাল শরত সকালের আগেই ! নীলিমার সব নীল  কি ফুরিয়ে গেল ! দখিনের জানালা খুলে দেখলাম আজ সকালের আকাশ। সাদা মেঘ জমা হতে শুরু হয়েছে।ধবল মেঘ দেখলেই সাদা তুষার ঝরানোর কথা মনে হয়। কাছেতো কোথাও বৃ্ন্দাবন নেই।আর থাকলেই বা কি ! কোনো বিনোদিনী তো অপেক্ষায় নেই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন