শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

চিরদিনের নীল আকাশ

শরতের শুভ্র মেঘের আকাশ আমি দেখেছি। ঝিরি ঝিরি বৃষ্টি,আর মেঘের ফাকে ঝিকিমিকি রোদ আমার গায়ে পড়েছে।  রংধনুও দেখতাম আমি সাতরং চোখে।  যমুনার পাড়ে দাড়িয়ে শেষ পাড় ভাঙ্গার শব্দ কবে শুনেছিলাম মনে নেই।কবে  দেখেছিলাম দূর গ্রামের উপর দিয়ে চিরদিনের সেই নীল আকাশ।
আবার ফিরে চাই আমার সোনালী গ্রামে। হাটতে চাই বসন্তের সেই পূর্নিমার চা্ঁদের নীচ দিয়ে।যেখানকার আকাশ কেবলই নীল ।যেখানে বাতাস বহে সঙ্গীতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন