মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

পৃথিবী আমারে চায়


বাড়ীর কেউই আমাকে পছ্ন্দ করেনা।একদিন সুন্দর সকালে হারমনিতে গান ধরেছি-'পৃথিবী আমাকে চায়,রেখো না বে্ঁধে আমায় ' অমনি বাবা এসে বললো-'বন্ধ করো গান। কামাই কাজি নাই এক পয়সা।হু,পৃথিবী আমাকে চায়।বের হ বাড়ী থেকে।অকর্মা কোথাকার।'
কি দোষ আমার ! আমিতো অভিমান করতে পারি।মরতেও পারি।চলে যাই গঙ্গার ধারে ব্রীজে।কি স্নিগ্ধ শীতল গঙ্গার জল।আমার কেউ নেই।আমার আছে জল।সিদ্ধান্ত নিলাম- ঝাপ দিবো জলে।দেখি অদূরে দাড়িয়ে মালা সিনহা।কাছে যাই এগিয়ে। আহা ! কি সুন্দরী মেয়ে।কথা বলি ওর সাথে।কি আশ্চর্য মিল।সেও মরতে এসেছে।দুজনে অনেক কথাই বললাম।দুজনেরই বা্ঁচবার সাধ হলো।কারোরেই আর মরা হলোনা।কারণ,পৃথিবী আমাদের চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন