মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

আজ জ্যোৎস্না রাতে

এই শহরে কখন পূর্ণিমা আসে , কখন  আসে শুক্লা দ্বাদশী বোঝাই যায়না। আজ শারদীয় পূর্ণিমা।'আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে'। এই শহরে বন নেই, আছে দিয়াবাড়ীর কাশবন।মায়াবতীকে বলি, চলো যাই কাশবনে, পূর্ণিমার চা্ঁদ দেখে আসি।মায়াবতী তৈরী হলো, পরনে সাদা শারি। রিক্সায় উঠি।নিয়ন বাতির নীচ দিয়ে চলে যাই দিয়াবাড়ী। যেয়ে দেখি, সত্যি চা্ঁদের আলোর বান ডেকেছে কাশবনে। আমাদের মতো আরো পাগল আছে সেখানে। লেকের জলে ভাসছে সোনালী আভা।মায়াবতীর শারি জ্যোৎস্নায় ভিজে যায়। তারপর অবগাহন । তারপর রাত নিশি হবার আগেই পূর্ণিমার আলোয় ভিজতে ভিজতে আমরা ঘরে ফিরে আসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন