বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

মহাকালের অমোঘ নিয়ম

আমার মূত্যু হলে আমি আমার উত্তর পুরুষের কাছে অর্থাৎ আমার ছেলে মেয়েদের কাছে পূর্ব পুরুষ হয়ে যাবো। যেমন হয়ে গেছে আমার পিতা মাতা,.দাদা দাদি ও তাদের তৎপিতা মাতা।মহাকাল যতো এগুতে থাকবে,আমরা ততোই মহাকালের পিছনের দিকে হারিয়ে যেতে থাকবো। আমার ছেলে মেয়েরা আমাদের কবরে বছরে একবার হলেও জিয়ারত করতে যাবে।নাতি পুতিদের হয়তো যওয়ার সময়ই হবেনা।আর তাদের তৎ ছেলে মেয়েরা তো আমাদের নামই বলতে পারবে না।মহাকালের এই নিষ্ঠুরতার স্বীকার আমাকে পেতেই হবে। যেমন পেয়েছে আমার পূর্ব পুরুষেরা। আবার আমার উত্তর পুরুষরাও পাবে।কারণ ক্রমানয়ে তারাও পূ্র্বপুরুষ হয়ে যাবে। এইটাই জগৎ সংসারের অমোঘ নিয়ম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন