বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে।

মুক্তিযুদ্ধের সময়কালের কথা। সে বছর অধিক বন্যা আর বৃষ্টি হয়েছিলো। ভাদ্রের মাঝামাঝি এক বিকালে আমাদের বাড়ীর ঘাটে একটি বড়ো ছইয়ালা পানসি নৌকা এসে ভেড়ে। আমরা দেখলাম নৌকা ভর্তি ২০/২৫হ জন গেরিলা মুক্তিযোদ্ধ। নৌকা থেকে ৫ জন মুক্তিসেনা নেমে আমাদের বাড়ীর দিকে আসে।এর ভিতর ২ জন আমার খালাতোো ভাই, ইসমাইল আর ফরিদ। ২জন পাশের গ্রামের হোসেন ও বেলাল ।অন্যজন সুলতান,ওর গ্রামের নাম জানা নেই। নৌকা ভর্তি এইসব মুক্তিযো্দ্ধারা যাচ্ছিলো স্থান পরিবর্তন করে অন্যত্র।শুধুমাত্র আমার মা'র সাথে দেখা করার জন্যই নৌকাটি ভিড়িয়েছিলো আমাদের ঘাটে।যে পা্ঁচজন মুক্তিযোদ্ধা নেমেছিলো তাদের সবার হাতে ছিলো স্টেন গান আর রাইফেল।সবার মাথায় পেচানো ছিলো বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা।আমি বিস্ময়ভরা চোখে দেখেছিলাম তাদের। আমার কিশোর মন ওদের দেখে উদ্বেলিত হয়ে উঠেছলো।ওদের পা্ঁচজনের মধ্যে সুলতান ও বেলাল মুক্তিযুদ্ধে সরাসরি শহীদ হয়। বাকী তিন জন স্বাধীনতার পরপরেই গণবাহিনীর দষ্কৃতকারীদের হাতে নিহত হন।

এই পা্ঁচজন বীর গেরিলা মুক্তযোদ্ধার সেইদিনের সেই মুখচ্ছবি আজো ভুলিনি।কি প্রত্যয় আর সাহস ছিলো ওদের চোখে মুখে ! দেশকে ভালোবেশে তারা সেদিন যুদ্ধ করেছিলো।তোমরা কেউই আজ আর বে্ঁচে নেই। কিন্তু তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন