রবিবার, ২১ আগস্ট, ২০১৬

নীলকন্ঠ পাখি

আমার এক সহপাঠী Chapa Rahman এর timeline আজকে পাখির উপরে একটি link post দেখলাম। post টি দেখে আমি চমকে উঠি- আরে ! এতো দেখছি সেই নীলকন্ঠ পাখি !
নীলকন্ঠ পাখির নামটা শুনেছেন নিশ্চয়ই। এই পাখিটিকে বলা হয়। ইংরিজিতে Indian roller.
ইংরিজিতে আরো একটা নাম ছিল, ‘Blue jay’
. কেউ ভেবে দেখেছেন,কি, ওর কন্ঠটাই তো নীল নয়। বাকি শরীরের অনেকটাই তো নীল। তবে নাম নীলকন্ঠ কেন? কোন যুক্তিতে? আর কেনই বা অতীন বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসের নাম দিলো 'নীলকন্ঠ পাখির খোঁজে'-।
নীলকন্ঠ পাখি দেখতে চান ? তাহলে চলে যান সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে--- টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম হলো বিভিন্ন জাতের পাখি। শকুন, পানকৌড়ি, কালেম, বৈদর, ডাহুক, বালিহাঁস, গাঙচিল, বক, সারস ইত্যাদি পাখির নিয়মিত বিচরণ এই হাওরে।
এখানেই সচরাচর দেখতে পাওয়া যায় নীলকন্ঠ পাখিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন