শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

যে কবিতাটি মনে নেই

আজ ১৫ই আগস্ট,২০১৬,সোমবার।
ফ্লাসব্যাক: ১৫ই আগস্ট,১৯৭৫,শক্রবার।
কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি।সবে ক্লাশ শুরু হয়েছে।মিরপুরে বোনের বাসায় থাকি।সেদিন সকালেই ঘুম থেকে উঠি।খবর শোনার জন্য রেডিওর নব ঘুরাতেই শুনতে পেলাম-"আমি মেজর ডালিম বলছি ,শেখ মুজিবকে হত্যা করা হইয়াছে। অদ্য সকাল হইতে খন্দকার মোস্তাক আহম্মদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে । শেখ মুজিব সরকারকে উৎখাত করা হইয়াছে । এখন থেকে সামরিক আইন জারি করা হলো । বাংলাদেশ জিন্দাবাদ।' .
.
রেডিওতে ঘোষণাটি শুনে দেশের কোটি কোটি মানুষের মতো আমিও স্তম্ভিত,নির্বাক ও পাথর হয়ে গিয়েছিলাম।কেমন যেনো উদভ্রান্তের মতো লাগছিলো।কি করবো,কোথায় যাবো ! কিছুই বুঝে উঠতে পারছিলাম না। অসহায়ের মতো পড়ার টেবিলে যেয়ে বসি। কবিতার খাতায় বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা লিখি । কবিতা লেখার সময়ে চোখের জলে খাতা ভিজে ফিলেছিলাম।।আমার লেখা সেই কবিতাটি আমার সংরক্ষণে নেই। কি লিখেছিলাম কোনো লাইনও মনে নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন