শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

যতবার আলো জ্বালাতে চাই

"...যতবার আলো জ্বালাতে চাই নিবে যায় বারে বারে।
আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে।..."
এই গানটি প্রথম শুনেছিলাম পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে আকাশবানি কোলকাতা কেন্দ্র থেকে।ঐ সময়ে পুরানো গ্রামোফোন রেকর্ডে হয়তো গানটি বাজিয়েছিলো। তারপর শুনেছি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। মেয়েদের মধ্যে সুচিত্রা মিত্রের কণ্ঠেও গানটি শুনেছি। আমাদের কলিম শরাফীও দরদ দিয়ে  গানটি গাইতেন
কিন্তু সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন পঙ্কজ মল্লিক। সেই কা্ঁপা কা্ঁপা তরুণ বয়সে পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে এই গামটি রেডিওর কাছে কান রেখে- কান পেতে শুনেছিলাম।
আমি আজো পঙ্কজের সেই গান সেই সুর শুনতে পাই।

",,উৎসবে তার আসে নাই কেহ,বাজে নাই বাঁশি, সাজে নাই গেহ--
   কাঁদিয়া তোমায় এনেছে ডাকিয়া ভাঙা মন্দির-দ্বারে।.."



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন