মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

সে সীমানা মানেনি

হাতিটি সীমান্তের কা্ঁটাতারের বেরা কিংবা কোনো সীমানা সে মানেনি।যে নদী দিয়ে ভেসে এসেছিলো সেই যমুনা ব্রহ্মপুত্রের উযান স্থল ভারতে।একই নদী,একই জল,একই স্রোত। কিন্তু সে কোনো ভীন্ন দেশ মানতে চায়নি।সীমা্ন্ত এলাকায় প্রতিদিন কতো পাখীই তো আকাশে উড়ে উড়ে সে দেশে যাচ্ছে ,এখানে আসছে।হাতিটিও এমনি করেই এসেছিলো আমদের দেশে।সে আন্তর্জাতিকতাই চেয়েছিলো।আমার খুব মন খারাপ লাগছে আমরা এই বু্ঁনো হাতিটকে বাঁচাতে পারলাম না! বানের জলে ভেসে আসা এই অসহায় হাতিটি দেড় মাস প্যা্ঁক-কাদায়, জলে স্থলে, বনে-জঙ্গলে খেয়ে না খেয়ে কষ্ট করে মারা গেলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন