শনিবার, ২০ আগস্ট, ২০১৬

বিস্মৃত পদচিহ্ন

আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালাম; দেখলাম,,একটি পথ,যা বহুবিস্মৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা।যত কাল যত পথিক চলে গেছে তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথের ধূলিরেখায় সংক্ষিপ্ত করে এঁকে গেছে; সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন