বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

চৈত্রের বিকেলের কথা

   সে কোনো এক পাতা ঝরার চৈত্রের বিকেলের কথা । মা জানালার ধারে গালে হাত দিয়ে বসে ছিলো। মনে হয়েছিলো সে দেখছে দূরের শস্যক্ষেত। যেথায় মেঠো পথটা অনেকদূর পর্যন্ত নির্জনে মিলিয়ে গেছে। কোনো পথিকই সে পথ ধরে আসছিল না।হঠাৎ দমকা একটা হাওয়া উঠলো।জানালার পাঠ বন্ধ হয়ে গেলো। মার গাল বেয়ে নেমে আসলো লোনা জলের ধারা। তার হাত ছুঁয়ে সে জল বয়ে গেল আমার নিরুদ্দিষ্ট বাবার পথের উদ্দেশ্যে। যে পথ দিয়ে কোনোদিনই  বাবা আর ফিরে  আসবে না ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন