সোমবার, ২২ আগস্ট, ২০১৬

কোমলে কুসুমে

 ধ্রুপদী কবিতার মতো তোমার নারী-শরীর, বৃষ্টিস্নাত ভেজা চোখ, তোমার দেহের প্র্গলভ আর্তি,নদী গর্ভের সকল উত্তাল স্রোত, তোমার নির্লিপ্ত অন্তর্দাহ, আনন্দময় আকুতি- সমস্তই তোমাকে অমরতা দিয়েছে। বহতা নদীর মৌমৌ যৌবন, উদ্দাম জলধারা  কোনো কিছুই তোমাকে পৃথক করেনি।তোমার মধ্যেই আমার সকল নিবৃতি,সকল পাপমোচন।কোনো নিরাসক্তি রাখতে চাইনা। অ্ন্ধ বন্ধ সকল দুয়ার কোমলে কুসুমে উন্মোচন করতে চাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন