রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

স্পর্শে নেই অস্তিত্বে নেই

 তুমি স্পর্শে নেই তুমি অস্তিত্বেও নেই 
তোমার সমস্ত স্বত্তা  উজার করেছে প্রেম
 আকাশের তারা গুণতে গুণতে
চাঁদের আলোয় পাড়ি দিতে দিতে
লক্ষ্যহীন মেঘের সাথে ভাসতে ভাসতে
এ কেমন স্বপ্ন প্রস্থান তোমার ?

তুমি হয়তো দিগন্তের ওপারে কোথাও
ঝির ঝিরে বৃষ্টি আর হিমেল বাতাস
গায়ে জড়িয়ে  অনন্ত সজ্জায় শুয়ে থাকো
দয়িতার মতো কারো অপেক্ষায়

আমিও তখন -
নৈঋত থেকে আসা প্রলয়ংকরী ঝড়ের অপেক্ষা করি
ফসলের মাঠ বিরান হয়ে যায়, নদীতে আসে ভাটার টান
চরাচর জুড়ে তখন কোনো পানকৌড়ি থাকে না
আমি তৈরি করতে চাই উর্বর জমিন
তখন চাষের সময়ে লাঙ্গলের ফলায় সব ভ্রূণ রক্তাক্ত হয়ে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন