বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

প্রথম জল, প্রথম অগ্নিমালা

কথা ছিলো মেঘ বৃষটির নীচে শুয়ে রবো; এই ভরা শ্রাবন নদী সন্ধ্যায়। কতোটা আধার পেলে এ রাত একা হয়ে যায়। নিজস্ব শাড়ির আড়ালে বিপন্ন বেহাগ, কেঁপে ওঠে চাঁদের শরীর । দূর কোন অতিতের পাখি উষ্ণতা নিয়ে উড়ে যাবে আরো দূর ইপ্সিত অন্ধকারে। নরম নৈঃশব্দ্যের মতো আমিও হেটে যাবো প্রগাঢ় তৃষ্ণার দিকে। কে আমার প্রথম জল, প্রথম অগ্নিমালা। কার কাছে হারাবো, ভেসে যাবো জলের তরলে অমৃতের জোৎস্নায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন