শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

মায়াবতী

 তপ্ত দুপুরবেলা কিংবা পরন্ত বিকেলে, সন্ধ্যায়,বা নিশিথ রাত্তিরে যখনই ঘরে ফিরি না কেন, দরজার কড়া নাড়লেই একজন মায়াবতী এসে দরজা খুলে দেয়। আমাকে ঠায় দাড়িয়ে থাকতে হয়না । টেবিলে খাবার রেডি পাওয়া যায়।পরিপাটি থাকে বিছানা।ফুলদানিতে ফুলের সুবাস ঝরতে থাকে। শোবার সময় মশারিটাও টানাতে হয় না । অথচ শুক্লপক্ষ কোনো জ্যোৎস্না রাতে এই মায়াবতীর জন্য কখনো আনিনি একটি রজনীগন্ধার বৃন্ত ! কিংবা নীলকন্ঠ পাখির একটি পালক।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন