সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

ভিজে যাই ভিজে যাই

নিয়নের আলো দেখি রাস্তায়। দুপুরের রোদ দেখি বৃষ্টির সন্ধ্যায়।
জানলা দিয়ে হাত বাড়াই, দু হাতে মেখে নিই বৃষ্টিজল।
রাস্তায় হাঁটলে ছাতা বন্ধ করে দিই, ভিজে যাই ভিজে যাই।
একা ভিজি, দুজনেও ভালোবাসি,
তিল দেখি, চেনা হাসি দেখি, দৃষ্টি দেখি।
মত্ততা দেখি, ভালোবাসাবাসি দেখি, দুহাতে মেখে নিই জলের মতো।
তখন ভরে যাই, ভরে যাই আকুলতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন