বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

এই ব্রহ্মাণ্ড এই সভ্যতা

এই ব্রহ্মাণ্ড,এই পৃথিবী যদি আর না থাকে,যদি ধ্বংস হয়ে যায় এর পাহাড়,নদী,সাগর,গিরি ও পর্বতমালা।যদি পুড়ে ছাই হয়ে যায় সব বনজঙ্গল, গাছগাছালী,লতাগুল্ম ও সবুজ বৃক্ষরাজি।যদি ধবংস হয়ে যায় শহর, ব্ন্দর, গ্রাম, বাড়িঘর  যতো অট্টালিকা।যদি বিরান হয়ে যায় ফসলের ক্ষেত আর সবুজ প্রান্তর। মানব সভ্যতা পরিনত হয়ে যায় যদি মহেনজোদারোর মতো ধ্বংসস্তুুপে। আমি তখন সেই ধ্বংস স্তুুপ আর পোড়ামাটির নতুন পৃথিবীতে তোমাকে নিয়েই আবার গড়তে চাই নতুন সভ্যতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন