বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

অন্নপূর্ণা'র স্বপ্ন

স্বপ্নটা ভালোই দেখছিলাম,অন্নপূর্ণা'র চূড়ায় ওঠার কাহিনী। নির্মেঘ নীল আকাশ, শ্বেতশুভ্র শৃঙ্গ, লাল রঙের ছটা, নদী যেখানে জমে বরফ হয়ে যায়।নীচেই দেখি একদল আধান্যাংটো সন্নাসী গিরি পাশে জটলা করছে।সম্ভবত তিব্বতী এরা।কনকনে শীতে গা্ঁজার উষ্ণতায় বিভোর হয়ে আছে ।আমি ছুটছি শৃঙ্গের দিকে।দূর্পাম গিরিপথ,বিপদ শংকুল,পায়ের নীচে শীতল হিম।পা ঠান্ডায় অবশ হয়ে আসছে।আমি দেখছি স্বপ্নচূড়ায় ওঠার স্বপ্ন- ,গা ছম ছম গিরিপথ, অনবরত তুষার ঝরছে।সাথে দমকা বাতাস আর বৃষ্টি।প্রচন্ড শীতে হুবুজুবু হয়ে কা্ঁপছি।পা ফসকে যায়। পড়ে যাই গিরি খাদে।স্বপ্ন আর এগুতে চায়না।ঘুম ভেঙ্গে যায়।অন্নপূর্ণা স্বপ্ন হয়েইি থাকে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন