বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

দূর আকাশের স্বপ্ন

  সব মানুষেরই  কিছু স্বপ্ন থাকে.। কিন্তু সেই স্বপ্নগুলো দূর আকাশের ধ্রবতারার মতো কাছে এসে ধরা দেয় না। স্বপ্ন পূরণের প্রকৃত আনন্দটা রয়ে যায় তাই ধরা ছোঁয়ার বাইরে । মানুষ অস্থিরপ্রাণ,দূরকে কাছে টানার আকুলতা তার, স্বপ্নগুলো ধরার জন্য সে ব্যকুল হয়। কিন্তু.প্রতিনিয়ত স্বপ্ন ভঙ্গের বেদনায় সে নীল হয়ে যায়। স্বপ্নগুলো তখন  দূরেই থেকে যায়,  দূর আকাশের ধ্রবতারা হয়ে সে স্বপ্ন দেখায় ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন