রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

জানেমন

জীবনে বড়ো সাধ ছিলো ,কবি হইবো। কিন্তু হইতে পারিলাম কই। কবিদের নাকি অনেক প্রেমিকা থাকে।
কবি হইতে পারিলে আমারও থাকিতো। তখন এক একজনকে এক এক নাম ধরিয়া ডাকিতাম। কাউকে ডাকিতাম ওগো মধুমালা, কিরণমালা, চম্পাকলি,কুসুমকলি বলিয়া। কাউকে বলিতাম, আমার জুলেখা বিবি, সোনাভান,রূপবান। আবার কাউকে কাউকে ডাকিতাম, ধ্রবতারা,নয়নতারা, সেতারা বলিয়া। আবার কেউ হইতো আমার পদ্মাবতী, চন্দ্রাবতী এবং পা্র্বতী। কিন্তু এ জীবনে কবি হইতে পারিলাম না বলিয়া কাউকেই কোনো নামে ডাকিতে পারিলাম না।

শেষ পর্যন্ত একজন মায়াবতীকে লইয়াই আমার ঘর করিতে হইলো।তাহাকেই সকালে বিকালে ডাকি 'জানেমন।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন