রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

রুবাইয়াৎ

'নিদ আয়ে তো খোয়াব আয়ে,
খোয়াব আয়ে তো তুম আয়ে,
পর তুমহারি ইয়াদ মে,
ন নিদ আয়ে,ন খোয়াব আয়ে...'

.বাংলা করলে এমন হয়: 

ঘুম এলেই স্বপ্ন আসে, স্বপ্ন এলেই তুমি আসো
যখন তুমি আসো, তখন ঘুমও আসেনা স্বপ্নও আসেনা।

'মেমসাহেব' উপন্যাসেও পড়েছিলাম এই রুবাইয়াৎ টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন