রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

দুই পথ ( Two roads )

কোন এক সময় জীবন বোধহয় প্রত্যেক মানুষকে এক পথের বাঁকে এনে দাঁড় করায় – যে বাঁকে দুই পথ চলে গেছে দুই দিকে।একটি অনিশ্চিত এক গভীর হলুদ জঙ্গলের দিকে, আরেকটি পথ অচেনাই থেকে যায়, থেকে যায় রহস্যে ঘেরা। আর সেই মুহূর্তে সে যে পথ বেছে নেয়, সেই পথেই হয়তো তার সম্পূর্ণ জীবন, সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করে।

কিন্তু, কোন পথ বেছে নেবে জীবন? যে পথে মানুষ হেঁটে গেছে, যে পথ মসৃণ,সুগম সেই পথ, নাকি যে পথে মানুষের চলাচল কম, যে পথের খবর কেউ রাখে না – সেই পথ। যে পথই মানুষ বেছে নিক না কেন, জীবন একটি পথই বেছে নেয়, কিছু দূর এগিয়ে যায়, এবং সে পথেই সে চলতে থাকে – কারন জীবন তো আর দুটো নয় ,জীবন একটাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন