সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

তখন নাইবা মনে রাখলে

কাল বিকেল থেকেই  শরীরটা ভালো যাচ্ছিলো না। ইজি চেয়ারে হেলান দিয়ে বসে দেখছিলাম দূরের আকাশ।
অমঙ্গল ভাবনাগুলো মেঘের তলায় ভেসে বেড়াচ্ছিলো।আমি চলে গেলে কেমন হবে আমার স্ত্রী সন্তানদের পৃথিবী।
আমার ছোট মেয়ে কা্র্টুন ছবিগুলো আর দেখতে চাইবে না। বড়ো মেয়ে পড়তে বসে কা্ঁদবে অঝোর ধারায়। ছেলেটা একাকী পার্কে মন খারাপ করে ঘুড়ে বেড়াবে।সংসারের কাজ গুলো করতে যেয়ে হাত অবশ হয়ে আসবে প্রিয়তমা স্ত্রীর।তারপরেও জীবন কেটে যাবে ওদের প্রতিদিনের জীবনের মতো করেই। ' তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন আজো যেমন দিন কাটে, তখন  আমায় নাইবা মনে রাখলে।'                                                                                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন