শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

ধরিত্রী কন্যা

কাল তুমি অনেক কথাই বললে,অনেক কিছুই বোঝালে।তারপরও মনে অজানা আশংকা থেকেই গেল। ধরিত্রী কন্যা তোমাকে খুবই বিনয়ের সাথে বলছি, বিদ্যুৎ কেন্দ্রটি কি আর একটুু দূরে কোথাও সরিয়ে নেওয়া যায় না ? ঐ যে অজানা আশংকা আমার- কালো ধোয়ার বিচ্ছুরনে যদি সুন্দরী গাছের পাতাগুলো অসুন্দর হয়ে যায়, অনবরত জাহাজ আর বার্জের চলার শব্দে মায়াবি হরিণগুলো যদি আতঙ্কিত সন্ত্রস্ত হয়ে ওঠে, যদি বিকট হুইসেলের শব্দে বক, মুনিয়া, টিয়া, মৌমাছিদের ঘুম ভেঙ্গে যায়, যদি ঘুঘু ময়না পানকৌড়ি'রা দূরে উড়ে চলে যায়। যদি ভয়ে বাঘদের মুখ মলিন হয়।যদি কালো বিবর্ণ হয়ে যায় সুন্দরবন। জাতীয় সঙ্গীতের সেই চরনটির মতো তখন আমাদের মুখটিও মলিন হয়ে যাবে। তখন নয়নজলে ভাসবে এ দেশের মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন